বিশ্বের ক্ষুদ্র সেতু


দৈর্ঘের দিকে কোন সেতু কাকে ছাড়িয়েছে বা কোন সেতু কত দৃষ্টিনন্দন। এই নিয়ে অনেক রেকর্ড বা জরিপ হয়েছে। কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সেতু কোথায় জানেন কি? সবচেয়ে ক্ষুদ্রতম সেতুর খ্যাতি পৃথিবীর প্রতাপশালী দেশ যুক্তরাষ্ট্র-কানাডার দখলে। ২টি দ্বীপ সংযুক্তকারী একটি সেতু পৃথিবীর ক্ষুদ্রতম সেতুর খ্যাতি পেয়েছে। সেতুটির দৈর্ঘ্য মাত্র ৩ মিটার। তাহলে কি এই সেতু দিয়েই বিভক্ত হয়েছে ২টি দেশ। সেতুর ২ পারে ২ দেশকানাডা ও যুক্তরাষ্ট্র। ২ দেশের ২ দ্বীপ যুক্ত হয়েছে এই সেতু দিয়ে। এ কারণেই এটি আন্তর্জাতিকভাবে ক্ষুদ্রতম সেতু। কানাডার অংশে যে দ্বীপ রয়েছে, তাতে একটি মাত্র বাড়ি রয়েছে। এর নাম জাভিকন আইল্যান্ড। আর যুক্তরাষ্ট্রের অংশে যে দ্বীপ রয়েছে, তাতে কোনও বাড়িঘর নেই। এর নাম লিটল জাভিকন আইল্যান্ড।
এই দ্বীপ ২টি নিয়ে রয়েছে বেশ মজার কাহিনি। এখানে প্রচলিত আছেকানাডার অংশে দ্বীপের মালিক স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মাঝেমধ্যে বিবাগী হয়ে দেশত্যাগের সিদ্ধান্ত নিতেন। তখন তিনি সেতু পার হয়ে যুক্তরাষ্ট্রের অংশে গিয়ে সময় কাটাতেন। তবে এটি লোককথা হলেও দ্বীপের সৌন্দর্য কিন্তু যে কারওরই মন কাড়বে। কেউ একবার ওই দ্বীপে গেলে ফিরে আসার পর সংসার-ধর্মে মন বিষিয়ে উঠলে, আবার সেখানে দ্বীপান্তর হতে মন চাইতেই পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন