সমুদ্রে ভাসমান বিমানবন্দর!


বিমানবন্দর সমুদ্রে ভাসেএমন কথা শুনলে সবারই আশ্চর্য হওয়ার কথা। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই, বড়-বড় জাহাজ পানিতে ভাসলে বিমানবন্দর কেন নয়? সেই ধারণা থেকে জাপানের ক্যানসাইয়ে তৈরি করা হয়েছে বিশ্বের একমাত্র ভাসমান বিমানবন্দর। ৬০-এর দশকে জাপানের ক্যানসাই প্রদেশে উপযুক্ত জায়গা না পেয়ে সমুদ্রের ওপরে বিমানবন্দর তৈরির অকল্পনীয় পদক্ষেপ নেন কর্তৃপক্ষ। ৩ বছর ধরে ১০ হাজার শ্রমিক ২১ মিলিয়ন কিউবিক পাথর সমুদ্রে ফেলে দ্বীপ তৈরি করে। বিমানবন্দরের সঙ্গে স্থল যোগাযোগ বাড়াতে ৩ কিলোমিটার লম্বা একটি ব্রিজ তৈরি করা হয়। কোটি-কোটি ডলার খরচের পর দেখা গেল বিমানবন্দরটি পানিতে ডুবে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ হাল ছাড়েননি।  ৪ কিলোমিটার লম্বা ও আড়াই কিলোমিটার চওড়া ভাসমান আন্তর্জাতিক বিমানবন্দর ১৯৯৪ সালে খুলে দেওয়া হয়। বিমানবন্দরে সপ্তাহে ৬১৪টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান, ২০০টি মালবাহী বিমান ও ৪৯৩টি অভ্যন্তরীণ বিমান চলাচল করে। মহাশূন্য থেকেও দেখা যায় বিমানবন্দরটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন