প্রযুক্তির কল্যাণে অনেক অসম্ভব বিষয়কে বাস্তবে রূপ
দেওয়া সম্ভব হয়েছে। মনুষ্য
নির্মিত ধাতব
বিমান আকাশে উড়েছে। কিন্তু এও কি সম্ভব! এবার আকাশে উড়তে চলেছে জলে বিচরণকারী মাছ। তবে এটি সত্যিকারের মাছ নয়। জেলিফিশের আদলে তৈরি একটি রোবট,
যা জলেও সাঁতার
কাটবে ও আকাশে উড়তে পারবে। খবর টাইমসের।
নিউইয়র্ক
বিশ্ববিদ্যালয়ের ২ গবেষক লেইফ রিস্ট্রফ ও স্টিফেন চিলড্রেস রোবটটি তৈরি করেছেন। এর ওজন মাত্র ২ গ্রাম এবং
এটি যখন বাতাসে ওড়ে বা পানিতে
সাঁতার কাটে এর
আয়তন দাঁড়ায় ৪ ইঞ্চি মাত্র। আকাশে উড়তে এটি সংযুক্ত ডানা ব্যবহার করে এবং যখন পানিতে সাঁতার কাটে এটি তখন এর ডানাগুলো জেলিফিশের মতোই ব্যবহার করে।
ওই ২ গবেষক জানান, রোবটটি সাধারণত এর ডানাগুলো গুটিয়ে রাখে। কিন্তু যখন আকাশে বা পানিতে সক্রিয় হয় তখন এর ডানাগুলো মাঝে থাকা একটি ছোট মোটরের সাহায্যে সঞ্চালিত হয়। যদিও বর্তমানে এ রোবট স্বাধীনভাবে আকাশে বা পানিতে উড়তে পারে না, এর সক্রিয় হওয়ার শক্তি একটি তারের মাধ্যমে মোটরে প্রবাহিত করতে হয়। তবে ভবিষ্যতে একে আধুনিক রিমোট কন্ট্রোল সিস্টেমে পরিচালিত করার বিষয়ে উদ্ভাবকদের পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত গবেষকরা এর ভবিষ্যত্ সংস্কারের বিষয়ে চিন্তা করছেন এবং একে পরিবেশ দূষণের পরিমাণ নির্ণয়ে ব্যবহার করার কথাও তাদের পরিকল্পনায় রয়েছে।
ওই ২ গবেষক জানান, রোবটটি সাধারণত এর ডানাগুলো গুটিয়ে রাখে। কিন্তু যখন আকাশে বা পানিতে সক্রিয় হয় তখন এর ডানাগুলো মাঝে থাকা একটি ছোট মোটরের সাহায্যে সঞ্চালিত হয়। যদিও বর্তমানে এ রোবট স্বাধীনভাবে আকাশে বা পানিতে উড়তে পারে না, এর সক্রিয় হওয়ার শক্তি একটি তারের মাধ্যমে মোটরে প্রবাহিত করতে হয়। তবে ভবিষ্যতে একে আধুনিক রিমোট কন্ট্রোল সিস্টেমে পরিচালিত করার বিষয়ে উদ্ভাবকদের পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত গবেষকরা এর ভবিষ্যত্ সংস্কারের বিষয়ে চিন্তা করছেন এবং একে পরিবেশ দূষণের পরিমাণ নির্ণয়ে ব্যবহার করার কথাও তাদের পরিকল্পনায় রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন