মঙ্গলের পাথর ‘ব্ল্যাক বিউটি


পৃথিবীর বুকে এক টুকরো মঙ্গল গ্রহের পাথর- ব্ল্যাক বিউটির সন্ধান মিলেছে। সাহারা মরুভূমিতে পাওয়া ব্ল্যাক বিউটিনামের এ পাথরের খণ্ডটি আসলেই অন্যরকম। এতে রয়েছে অন্যান্য উল্কাপিণ্ডের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি পানি, মোটামুটি ৬০০ পিপিএম। পাথরটি নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষণার তথ্য প্রকাশিত হয় ঘধঃঁত্ব জার্নালে। কালো জৌলুস রয়েছে এ পাথরটিরও। প্রথমে ধারণা করা হয়েছিল পাথরটির বয়স ২ বিলিয়ন বছরের মতো হতে পারে। কিন্তু বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেল, এর বয়স ৪.৪ বিলিয়ন বছর! মঙ্গলগ্রহ সৃষ্টির প্রাথমিক সময় থেকেই রয়েছে এ পাথরের অস্তিত্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন