মাতৃস্নেহের প্রমান দিয়ে গেল হাতিটি জীবন দিয়ে

ভারতের এক জঙ্গলের পাশ দিয়ে চলে গেছে রেলপথ ।
সেই রেল পথ ধরে যাচ্ছিল একপাল বুনো হাতি । তৎক্ষণাৎ একটি ট্রেন আসে এবং ট্রেন চালক হাতির পাল দেখেই হুইশেল দিতে থাকে ।
সবকটা হাতি সরতে পারলেও একটি বাচ্চা হাতি আটকা পড়ে এবং ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে যায় । এই বাচ্চা হাতিটার মাও ছিল এই দলে । চোখের সামনে সন্তানের মৃত্যু দেখে চরম ব্যতীত হয় মাতৃ মন ।
সবকটা হাতি সতীর্থকে হারিয়ে নির্বাক হয়ে যায় এবং চরম ক্রোধ বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে । মা হাতিটা সম্ভবত প্রতিশোধ নিতে চাইছিল এবং সে জানত যে এই পথেই রেল যাবে, সে রেললাইনের উপর গিয়ে দাঁড়িয়ে থাকে । তার দেখাদেখি বাকী সব হাতিও রেললাইনে দাঁড়ায় । কিছুক্ষণ পর বিপরীত দিক হতে একটি রেল আসে ।
রেলের কাছে আসার সঙ্গে সঙ্গে রেলের আওয়াজ ও হুইশেল বাড়তে থাকে। একে একে হাতিগুলো নিজেদের সরিয়ে নিতে থাকে । এক পর্যায়ে দেখা গেল একমাত্র মা হাতিটি রেললাইনে রেলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে । শেষ পর্যন্ত যা হবারতাই হল । তারপরও মাতৃস্নেহের প্রমান দিয়ে গেল হাতিটি জীবন দিয়ে ।

ঘটনাটি ঘটেছিল ২০১০সালে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন