চুলের
স্টাইলে যতো আধুনিক আর পরিবর্তনই আসুক না কেন, যুগে যগে দীর্ঘ চুলের
স্বপ্ন সব নারীই দেখে থাকেন। ‘দীর্ঘকেশী’ বলে যে শব্দটি রয়েছে তা সব
নারীরই স্বপ্ন সাধনা। তাই বলে এতো বড় চুল, যার দৈর্ঘ ৫৫ ফুটেরও বেশি!
বিস্ময়কর
হলেও ঘটনা সত্যি। দীর্ঘ চুলের কারণে গিনেচ বুকেও তার নাম উঠে গেছে। আর এই
দীর্ঘকেশীর নাম আশা ম্যান্ডেলা। তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের
আটলান্টায় বসবাস করেন। তার চুলের ওজন ১৯ কেজিরও বেশি।
মজার
বিষয় হলো, তিনি চুলের যতটুকু দৈর্ঘ্য নিয়ে গিনেচ বুকে নাম লেখিয়েছেন
বর্তমানে তার চল তার প্রায় ৩গুন বেশি লম্বা হয়েছে। ২০০৯ সালে যখন বিশ্বের
সবচেয়ে দীর্ঘকেশী হিসেবে নাম লেখিয়েছেন তখন তার চুলের দৈর্ঘছিলো ১৯ ফুট ৬
ইঞ্চি। আর এখন তা আরো বড় হয়ে হয়েছে ৫৫ ফুট ৭ ইঞ্চি!
এই
দীর্ঘ চুল এবং এর ওজনের কারণে মারাত্মক স্বাস্থ্ ঝুঁকিতে রয়েছেন বলে
চিকিৎসকরা ম্যান্ডেলাকে সর্তক করেছে। চিকৎসকরা তাকে জানিয়েছে, চুলের কারনে
ইনফেকশন হতে পারে, মেরুদন্ডে সমস্যা দেখা দিবে এছাড়া প্যারালাইজড’ও হয়ে
যেতে পারে তার। কিন্তু এসব মানতে নারাজ ৪৭ বছরের ম্যান্ডেলা।
তার
মতে এই চুলের কারণে বেশ সুখে আছেন তিনি। তিনি বলেন, “এই চুল আমার একটি
অঙ্গ। আমি কিছুতেই এটা কাটতে রাজি না। আমাকে সব সময় সতর্ক থাকতে হয়, কারণ
এই চুল যদি হঠাৎ কেউ কেটে নিয়ে যায়”।
এই দের্ঘকেশী আরো বলেন, “আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে আছি। আমার ব্যক্তিগত জীবনে রোমান্সের ক্ষেত্রেও এই চুল বেশ আনন্দদায়ক”।
আশা
ম্যান্ডেলার চুল ধোয়ার পর শুকাতে প্রায় ২দিন লাগে। যখন ঘর থেকে বের হন
তখন ভালো করে বেঁধে নেন। আর এই চুলের কারণেই এখন বিশ্ব জুড়ে তার পরিচিতি।
ভক্তের সংখ্যাও কম নয়। এটা বেশ দারুন উপভোগ করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন