মর্তের নরক

একজন পর্যটক উঁকি মেরে দেখছেন Darvaza Gates Of Hell gas crater ।
এটি নরকের জ্বালামুখ নামে পরিচিত।এটির অবস্থান কারাকুম মরুভূমি, তুর্কেমেনিস্তান।
এই ভূতুড়ে খাদ প্রায় ৪০ বছর ধরে জ্বলছে। ১৯৭১ সালের সোভিয়েত ইউনিয়নের ভূতাত্ত্বিকগণ এই স্থান খুঁজে বের করেন। ঐ স্থানটি খুঁড়তে থাকাকালীন সময়ে হঠাতই ধ্বস নামে এবং ৭০ মিটার বা ২৩০ ফুটের মত গর্তের তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসে ঐ স্থানটি পূর্ণ হয়ে যায় এবং আগুণ ধরে যায়।
ভূতাত্ত্বিকগণ ঠিক করলেন, কিছুদিন পর যখন এই সমস্যা কেটে যাবে, জায়গাটি ঠিকঠাক করার।
কিন্তু সেই ১৯৭১ থেকে এটি অবিরাম জ্বলছে তো জ্বলছেই !!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন