দি সিটাদেল, নেদারল্যান্ডস


বিশ্বের প্রথম ভাসমান অ্যাপার্টমেন্ট ব্লক সিটাদেল বানানো হয়েছে নেদারল্যান্ডসে। কেউ যদি গ্লোবাল ওয়ার্মিং ও এ কারণে আসন্ন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিষয়ে সচেতন হন, তাহলে এমন অ্যাপার্টমেন্টে বসবাস শুরু করতে পারেন। ডিজাইনার ওয়াটারস্টুডিও আর্কিটেক্টস, যার দলনেতা ছিলেন কোয়েন অলথুইস। হেগ শহরের ১০ মাইল দক্ষিণ-পশ্চিমে অ্যাপার্টমেন্টটি স্থাপন করা হয়েছে। বাংলাদেশের মতো বন্যাপ্রবণ এলাকার জন্য বিল্ডিংটি শুধু উপযোগীই নয়, এটি খুবই আধুনিক।

9.1.14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন