স্কাই সিটি টাওয়ার, চীন

চীনের স্কাই সিটি টাওয়ার, চাংসা নির্মিত হলে তা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের খেতাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২০ তলার এ বিল্ডিংটি ৮৩৮ মিটার উঁচু হবে। এটি মাত্র ৯০ দিনেই তৈরি হওয়ার কথা ছিল। তবে মধ্য চীনের হুনান প্রদেশে নির্মাণাধীন বিল্ডিংটির নির্মাণ নানা কারণে পিছিয়ে গেছে। তবে এ বছর এটি নির্মাণে গতি সঞ্চার করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। টাওয়ারটিতে ১৭ হাজার মানুষের বসবাসযোগ্য অ্যাপার্টমেন্টসহ একটি বড় হোটেল, অফিস, স্কুল, একটি হাসপাতাল ও অনেক খেলাধুলার ব্যবস্থা থাকছে। নির্মিত হলে এটি হবে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার চেয়েও উঁচু হবে। তবে চীন ও মধ্যপ্রাচ্যে আরো কয়েকটি উঁচু বিল্ডিং নির্মাণাধীন আছে। সেগুলোও এ প্রতিযোগিতায় যোগ দিচ্ছে।

9.1.14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন