২০ ফুট লম্বা নখ প্রদর্শন

১৯৯৩ সাল থেকে তিনি নখ কাটেন না। নখ বড় হতে হতে বাঁকানো হয়ে গেছে। তারপরও তিনি তার হাত দিয়ে সব কাজই করছেন। যেমন: রান্না করা, বিভিন্ন জিনিস পরিস্কার করা এমনকি পিয়ানো বাজানো থেকে শুরু করে কম্পিউটারও ব্যবহার করেন। হ্যাঁ পাঠক বলছি এমনই একজনের কথা যিনি দীর্ঘ ২০ বছর ধরে নখ কাটেন না। যেভাবেই হোক গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখানোই তার উদ্দেশ্য। অবশেষে ২০ ফুট লম্বা নখ প্রদর্শন করলেন বিশ্বের সবচেয়ে লম্বা নখের স্বীকৃতি পাওয়া ৪৭ বছর বয়সী সঙ্গীত শিল্পী ক্রিস ওয়াল্টন। লন্ডনে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বই ২০১৪ এর প্রকাশনার দিনে তিনি তার নখ প্রদর্শন করেন।
নখের প্রতি এই যত্ন ও মমতার কারণে ২০১২ সালে গিনেজ রেকর্ড বইয়ে তার নাম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। তিনি সবসময় তার নখকে সোনালী রঙে রঙিন করে রাখেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন