ছবিতে
দেখা এই খুলি আমি প্রথম দেখি NET GEO এর একটি জনপ্রিয় অনুষ্টান Is it
Real থেকে। তারপর এটা নিয়ে নেটে অনেক ঘাটা ঘাটি ও পরা শোনা করলাম এবং এটা
নিশ্চিত হলাম যে এই খুলির অস্তিত্ব যে সত্য এতে কোনো সন্দেহ নেই।
স্টারচাইল্ড এর এই খুলি নিয়ে রয়েছে অনেক বিতর্ক ও আলোচনা ও গবেষনা। এটি সম্ভবত ৯০০ বছরের পুরোনো। এটি প্রথম আবিষ্কৃত হয় ম্যাক্সিকোর চিহুয়াহুয়া স্টেটের কপার ক্যানিয়ন থেকে। শোনা যায় এটিকে প্রথম পেয়েছিল একটি আমেরিকান কিশোরি। তার মারা যাবার পর এটি চলে আসে এল পাসো এর বাসিন্দা ray and melanic এর কাছে। এটা পাওয়ার পর ray and melanic বুজতে পারছিল না যে এটা নিয়ে কি করা যায়। তারপর তারা খুলিটিকে নিয়ে mr.Lloyed Pye নামের একজন গবেষকের কাছে যায়। তার কিছুদিন পর mr.Lloyed Pye খুলিটিকে নিয়ে starchild project নামে একটি গবেষনা প্রজেক্ট শুরু করেন। তার উদ্দশ্য ছিল খুলিটি সম্পর্কে ভাল ভাবে জানা। এখানে কোন সন্দেহ ছিল না যে খুলিটি আসল। পরিক্ষা করে দেখা গেছে যে খুলিটির হাড় অন্য যেকোন খুলির চেয়ে অনেক পাতলা এবং মনে হয় এটি ৫ থেকে ৬ বছরের কোন শিশুর খুলি।
সবচেয়ে মজার ব্যাপারটি বেরিয়ে আসল যখন খুলিটির DNA টেষ্ট করা হল। এর DNA পরিক্ষা করার পর দেখা গেলএতে x এবং y এ দু রকমেরই ক্রোমোজমই আছে। তাই একে কোনো মানুষের খুলি বলে বিবেচনা করা হয়। পরবর্তিতে ঠিক একই ধরনের দুটি গবেষক দল খুলিটিকে নিয়ে গবেষনা করে ।একদল তাদের গবেষনায় এমন কিছু ব্যাতিক্রম লক্ষ করে যে তারা খুলি টিকে মানুষ ও এলিয়েনের সংকর বলে দাবী করে। অন্য একটি দল বিশ্বাস করেছিল যে খুলিটির এই বিক্রিতি হয়ত কোনো রোগের ফলাফল। তারা বিশ্বাস করেছিল যে এটা সম্ভবত Brachycephaly , Crouzon Syndrom কিংবা অন্যান্য কোনো জেনেটিক রোগের কারনে হয়েছিল। তবে দু দলই বিশ্বাস করত যে এই খুলিটি এমন কোনো কিছুর উদাহরন যা আসলেই আলাদা ও অদ্বীতিয়।
স্টারচাইল্ড এর এই খুলি নিয়ে রয়েছে অনেক বিতর্ক ও আলোচনা ও গবেষনা। এটি সম্ভবত ৯০০ বছরের পুরোনো। এটি প্রথম আবিষ্কৃত হয় ম্যাক্সিকোর চিহুয়াহুয়া স্টেটের কপার ক্যানিয়ন থেকে। শোনা যায় এটিকে প্রথম পেয়েছিল একটি আমেরিকান কিশোরি। তার মারা যাবার পর এটি চলে আসে এল পাসো এর বাসিন্দা ray and melanic এর কাছে। এটা পাওয়ার পর ray and melanic বুজতে পারছিল না যে এটা নিয়ে কি করা যায়। তারপর তারা খুলিটিকে নিয়ে mr.Lloyed Pye নামের একজন গবেষকের কাছে যায়। তার কিছুদিন পর mr.Lloyed Pye খুলিটিকে নিয়ে starchild project নামে একটি গবেষনা প্রজেক্ট শুরু করেন। তার উদ্দশ্য ছিল খুলিটি সম্পর্কে ভাল ভাবে জানা। এখানে কোন সন্দেহ ছিল না যে খুলিটি আসল। পরিক্ষা করে দেখা গেছে যে খুলিটির হাড় অন্য যেকোন খুলির চেয়ে অনেক পাতলা এবং মনে হয় এটি ৫ থেকে ৬ বছরের কোন শিশুর খুলি।
সবচেয়ে মজার ব্যাপারটি বেরিয়ে আসল যখন খুলিটির DNA টেষ্ট করা হল। এর DNA পরিক্ষা করার পর দেখা গেলএতে x এবং y এ দু রকমেরই ক্রোমোজমই আছে। তাই একে কোনো মানুষের খুলি বলে বিবেচনা করা হয়। পরবর্তিতে ঠিক একই ধরনের দুটি গবেষক দল খুলিটিকে নিয়ে গবেষনা করে ।একদল তাদের গবেষনায় এমন কিছু ব্যাতিক্রম লক্ষ করে যে তারা খুলি টিকে মানুষ ও এলিয়েনের সংকর বলে দাবী করে। অন্য একটি দল বিশ্বাস করেছিল যে খুলিটির এই বিক্রিতি হয়ত কোনো রোগের ফলাফল। তারা বিশ্বাস করেছিল যে এটা সম্ভবত Brachycephaly , Crouzon Syndrom কিংবা অন্যান্য কোনো জেনেটিক রোগের কারনে হয়েছিল। তবে দু দলই বিশ্বাস করত যে এই খুলিটি এমন কোনো কিছুর উদাহরন যা আসলেই আলাদা ও অদ্বীতিয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন