ভ্যম্পায়ার বা রক্তচোষার খুলি

আমরা যারা ইংরেজি ছবি দেখি তাদের কাছে ভ্যাম্পায়ার শব্দটি অতি পরিচিত। কিন্ত অতি পরিচিত এই ভ্যাম্পায়ার কি আসলেই ছিল? না তা এসেছিল গল্পকারদের উর্বর মস্তিস্ক থেকে? এর উত্তর পাওয়া যায় প্রাচীণ বিভিন্ন গ্রন্থ ও মিথ থেকে।

বেশ কিছু বছর থেকে ভেনিসের বিভিন্ন কবর স্থান গুলো থেকে ভ্যাম্পায়ারের কঙ্কাল খুজে পাওয়ার কথা শোণা যায়। ২০০৯ সালের দিকে প্রত্নতাত্বিকদের একটি দল যখন ভেনিসের Venetian দ্বীপের Lazzaretto Nuovo তে পুরনো প্লেগ এর শিকার মানুষদের কবরস্থান খনন করছিল তখন আশ্চর্য ভাবে একটি ব্যাতিক্রমি কবরের সন্ধান পা য় ।সেখানে তারা এমন একটি কঙ্কালের সন্ধান পায় যার খুলির দুই চোয়ালের মাঝে একটি পাথরের স্লাব বসানো। প্রাচীন নথি থেকে জানা যায় ঠিক এইভাবেই প্রাচীন কালে ভ্যাম্পায়ার ডাকা মানুষদের কবর দেয়া হত।


তবে ভ্যম্পায়ারদের নিয়ে সবচেয়ে রহস্যময় ঘটনাটা পাওয়াযায় আমেরিকার Andover থেকে। ১৯৫০ সালের দিকে নতুন বিবাহিত দম্পতি mr. F moris ও mrs B Moris USA র Andover Massachusetts এ একটি বাড়ি ক্রয় করেন। বাড়িটিতে প্রবেশ করার পর তারআ পুরনো কিছু আসবাব দেখতে পান। আসবাবগুলো ছিলো বেসিরভাগই ভাঙ্গা ও পুড়োনো। ত সেখানে যাওয়ার একবছর পর তারা একটি সিল্গালা সিন্দুকের সন্ধান পায়। অনেক কষ্ট করে তারা যখন সিন্দুক টি ভাংল তখন আশ্চর্য ভাবে ভয়ঙ্কর একটি কঙ্কালের সন্ধান পান। কঙ্কালটি ছিল অন্য যেকোণো কঙ্কালের চেয়ে ভিন্ন। সবচেয়ে রোমহর্ষক ছিল এর খুলি। আঠা দিয়ে মরিস সাহেব যখন মাথার বিভিন্ন অংশ জোড়া লাগাল তখন দেখতে পেল , তার চোখের কোটোরগুলি অনেক বড়। খুলি ছিল অনেক বড় এবং দুপাশের দাত দুটি অনেক লম্বা এবং ধারালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন