রহস্যে ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেল (পর্ব-১)

আমরা সবাই কমবেশী বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য নিয়ে জানি। আবার অনেকের মধ্যে বেশ কিছু ভুল ধারনা আছে। আমি এই লেখাটির মাধ্যমে সবাই কে এর আসল ঘটনাটি জানাতে চাচ্ছি, এর বেশী কিছু না। তথ্যগুলো গুগোল মামা আর আর বেশ কিছু জার্নাল থেকে আমি সংগ্রহ করেছি। কথা না বাড়িয়ে আসুন শুরু করি। আজ মূলত আমি এর অবস্থান আর কোথা থেকে এর রহস্যশুরু হল তা নিয়ে আলোচনা করবো।

প্রারম্ভিকাঃ
বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। তাদের কাছে বারমুডা ট্রায়াঙ্গল মানেই একটি রহস্যের ভান্ডার। সত্যিই কি বারমুডা ট্রায়াঙ্গলের কোন রহস্য আছে? আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্তে যুক্তরাষ্ট্রের পূর্বকূলে একটি বিশেষ সাগর সীমানার নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল। এই বিশেষ অঞ্চলকে অনেকে শয়তানের ত্রিভুজ হিসেবে নামকরন করেন। এটিকে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলে মানা হয়। কারণ এ পর্যন্ত এখানে যত রহস্যময় ও কারণহীন দুর্ঘটনা ঘটেছিল, অন্য কোথাও এত বেশি দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়। স্থানীয় অধিবাসীরা একে বলেন শয়তান বা পাপাত্মাদের ত্রিভুজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন