বিশ্বের সবচেয়ে বিপদজনক নয়জন মহিলা

০১) Aileen Wuornos:
আমেরিকার অধিবাসী এই মহিলা একজন সিরিয়াল কিলার। বহু খুনের দায়ে অভিযুক্ত এই মহিলা। তার জীবন কাহিনী নিয়ে একটি হলিউড সিনেমাও ইতিমধ্যে তৈরী হয়েছে। তিনি এখন জেলে আছেন এবং ঘোষনা দিয়েছেন যে, যদি ছাড়া পান এবং বেঁচে থাকেন তাহলে তিনি খুন করতেই থাকবেন।

০২) The Manson Family Women:
১৯৬৯ সালে পাঁচজন সুন্দরী ও বুদ্ধিমতী মহিলার একটি বিপদজনক ক্রিমিনাল গ্রুপ ছিল। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডই ছিল তাদের কাজ।

০৩) Sandra Avila Beltran:
the Drug Queen of the Pacific নামে খ্যাত এই মহিলা ছিলেন মেক্সিকোর মাদক ব্যবসার সম্রাজ্ঞী। তার প্রতিদ্বন্দী মাদক ব্যবসায়ী তখন সেখানে আর কেউ ছিল না। তিনি এতোই নাম করেছিলেন যে তাকে নিয়ে একটি গানও রচিত হয়েছিল।

০৪) Ulrike Marie Meinhof:
ব্যাংক ডাকাতি, বোমা বিষ্ফোরন সহ আরও অনেক সহিংস কাজে অভিযুক্ত এই মহিলা। জেলখানায় বসেও তিনি বাইরের জগতের অনেক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন।

০৫) Marylin:
‌অত্যন্ত সুন্দরী অথচ একজন পেশাদার খুনি তিনি। AUC group এর সদস্য হয়ে অর্থের বিনিময়ে তিনি মানুষ খুন করতেন।

০৬) Aafia Siddiqui:
এই মহিলাকে ২০০৮ সালে আফগানিস্তান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় একটি রাইফেল কেড়ে নিয়ে আল কায়েদার এই মহিলা এফবিআই সৈন্যের উপর গুলি চালিয়েছিলেন। এফবিআইয়ের অভিযানে গ্রেফতারের সময় অপরাধী দ্বারা এমন কর্ম বিরল।

০৭) Valerie Solanas:
ছোটকাল থেকে ছেলেদের ঘৃনা করতেন তিনি। অল্প বয়সে খুব ঘনিষ্ট একজনের দ্বারা যৌন হয়রানীর শিকার হোন তিনি। তারপর থেকে কোন ছেলেকেই তিনি দেখতে পারতেন না। তার মা তাকে ১৩ বছর বয়সে দাদার কাছে পাঠিয়ে দেন। কিন্তু তাও তিনি মেনে না নিয়ে ১৫ বছর বয়সে গৃহ ত্যাগ করেন। পরবর্তীতে খুন সহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন।

০৮) Anne Grigg-Booth:
পেশায় তিনি একজন সেবিকা। হাসপাতালে রোগীদের দেখাশোনা-অপারেশন সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করার জন্য একজন সেবিকার যথেষ্ঠ সাহস থাকার প্রয়োজন। সেই কাজটি তিনি অত্যন্ত নিপুঁনভাবে প্রদর্শন করতেন। কিন্তু পরবর্তীতে জানা গেল গোপনে তিনি রাতে রোগীদের বিষ প্রয়োগ করে হত্যা করেন। বেশ কয়েকজন রোগীকে বিষ পুশ করে মারার প্রমান মিললেও এই পর্যন্ত সর্বমোট কতোজন রোগীকে তিনি এভাবে হত্যা করেছেন তা এখনও সঠিকভাবে জানা যাইনি।

০৯) Laila Ali:
পেশায় তিনি একজন মুষ্ঠিযোদ্ধা। তিনি এতোই বিপদজনক যে প্রতিদ্বন্দ্বী তার সামনে টিকমতো দাড়ানোরও সুযোগ পায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন