নিজের লাশের ছবি !!!

বাংলাদেশর এক তরুণের সাথে এই ঘটনাটি ঘটেছিল । তিনি একদিন তার বন্ধুদের সাথে একটা অর্ধ নির্মিত বিল্ডিং এর ছাদে আড্ডা দিচ্ছিলেন । তারা চারজন ছিলেন এবং যখন তারা ছাদে তখন রাত প্রায় ৮টা ও কারেন্ট ছিল না । এই সময় হঠাত্‍ তপন নামে তাদের এক বন্ধু আসল যে মাস দুই আগে কলকাতায় গিয়েছিল । তাকে দেখে সবাই চমকে যায় কিন্তু তপন বলে যে, সে ঘন্টা তিনেক আগে বাড়ি এসেছে ও তারা ছাদে আছে শুনে সেও এলো, বন্ধুকে দেখে সবাই খুশী হলো । তপন তখন অন্য বন্ধুদের সাথে কথা বলতে লাগল । কিছুক্ষন পর তপনের একটা ফোন আসে ও সে দালানটির ২য় তলায় চলে যায় কথা বলার জন্য । একটু পরে তারা শুনতে পায় তপন ২য় তলা থেকে তাদের ডাকছে । ডাক শুনে তারা ২য় তলায় যায় ও ভয়ানক এক দৃশ্য দেখে । যে চারজন সেখানে ছিল প্রত্যকেই দেখে যে ঠিক তাদের মত চেহারার ৪টি লাশ মেঝেতে শুয়ে আছে আর তপন সেখানে নেই । তপনের জন্য অপেক্ষা না করেই তারা দৌড় দেয় ও খোজ নিয়ে জানা যায় তপন এখনো কলকাতায় । সেদিন কে আসলে তাদের সাথে দেখা করেছিল আর তারাই বা কাদের মৃত অবস্থায় দেখেছিল তা আজো অজানা রয়ে গেলো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন