এই
পর্বতমালা আমেরিকার ফিনিক্সের পূর্ব দিকে অবস্থিত। আর নামেই বোঝা যাচ্ছে
এই পর্বতের বৈশিষ্ট্য। স্থানীয় নাম Superstition Mountain. স্থানীয়
ইতিহাসে ১৮০০ শতাব্দীতে জ্যাকব ওয়াল্টজ নামের এক লোক একটি অনেক বড়
স্বর্ণের খনি আবিষ্কার করেন এই পর্বতমালায়। সেই থেকে এই পর্বতের একটা
নামকরণ হয় Lost DutchmanÕs oldmine সে তার মৃত্যুশয্যা পর্যন্ত এই সোনার
খনির কথা গোপন রেখেছিল। এরপরে যখন এই
ব্যাপারটা জানাজানি হয়েছিল তখন অনেক মানুষ ওখানে সোনার খনির সন্ধানে গিয়ে
মারা পড়েছে। সে থেকে শোনা যায় এসব নিহত হওয়া মানুষদের আত্মা নাকি এখনো
ঘুরে বেড়ায় এই পর্বত শ্রেণীতে। অনেকেই বলেন, এই সোনার খনিকে পাহারা দেয়
Tuar-Tums নামের এক ধরনের প্রাণী যারা বসবাস করে সেই পর্বতের নিচে থাকা
অজস্র টানেলে। এপাচি গোত্রের লোকজনরা বলেন এই পাহাড় শ্রেণী নাকি দোজখের
মূল দরজা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন