আমাজনের তলায় আরেকটি নদী

আমাজন নদীর তলায় আরেকটি নদী আছে বলেই বিজ্ঞানীদের দাবি। পাথরের ফাটল দিয়ে মন্থর গতিতে জল চুঁইয়ে পরাকে যদিও প্রবাহ বলতে তাঁরা নারাজ। আমাজন এলাকা জুড়ে তেলের খনি খুঁড়তে গিয়ে যে গর্ত তৈরি হয়েছিল সেগুলির তাপমাত্রার বিবরণ সংগ্রহ করেই এই সিদ্ধান্তে প
পৌছেছেন তাঁরা। ‘ম্যাথামেটিকাল মডেল’ দিয়ে জলস্তরের তাপমাত্রা পার্থক্য বিচার করে তাঁরা নিশ্চিন্ত হন যে কয়েক কিলোমিটার গভীরতায় আমাজন নদীর প্রবাহ পথের দিকেই পাথর চুঁইয়ে জল যাচ্ছে। আমাজনের জল বহন করার ক্ষমতার মাত্র কয়েক শতাংশ হলেও, প্রতি সেকেন্ডে ৪০০০ কিউবিক মিটার জল বয়ে যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। যদিও 'তলা দিয়ে বয়ে যাওয়া নদী’-কে নদী বলতে আপত্তি আছে অনেকের। ফাটলের মধ্যে জল যাওয়া অসম্ভব না হলেও, আটলান্টিক মহাসাগরে গিয়ে সে জল পড়বে না বলেই তাঁরা মনে করেন। আগামী বছরগুলিতে আরও প্রত্যক্ষ উপায়ে এ বিষয়ে গবেষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। আটলান্টিক মহাসাগর আর আমাজনের সঙ্গমস্থলে একটি মিষ্টি জলের এলাকা খুঁজে পাওয়া যাওয়ায়, তলার ‘প্রবাহটি’ আটলান্টিকে গিয়ে পড়েছে কিনা তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন। প্রবাহটির নাম ‘হামজা নদী’ রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন