স্পেসপোর্ট আমেরিকা, যুক্তরাষ্ট্র

ধনকুবের রিচার্ড ব্র্যানসনের বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট শুরু হচ্ছে শীঘ্রই। এ স্পেসপোর্টটি তৈরি হচ্ছে মহাশূন্যযান পাঠানোর উপযোগী করে। ব্রিটেনের নরমান ফস্টারের নেতৃত্বে স্থপতিদের একটি দল স্পেসপোর্ট ডিজাইন করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ম্যাক্সিকোর মরুভূমিতে স্থানীয় উপাদান ব্যবহার করেই তৈরি হচ্ছে এ স্থাপনা।

1 টি মন্তব্য: