এক পাউন্ডের বিয়ে!

বিয়ে মানেই অনেক খরচের ভাবনা। দেন মোহর থেকে শুরু করে গায়ে হলুদ, বৌ ভাতের জন্য কত আয়োজন। আর এসব কারণে অনেকে বিয়ে করতেও ভয় পান।
যারা এখনো বিয়ে করেননি কিংবা খরচের ভয়ে কুকরে আছেন তাদের জন্য এটা একটি উদাহরণ হতে পারে। জার্মানির বার্লিনে বিয়ের অনুষ্ঠানে মাত্র এক পাউন্ড খরচ করছেন এক দম্পতি। ৩৬ বছর বয়সী চিত্র শিল্পী জর্জিনা পর্টিয়াস এবং ৩৯ বছর বয়সী সঙ্গীত শিল্পী সিড ইনেস তাদের বিয়েতে মাত্র এক পাউন্ড খরচ করেছেন।।
শুধু তাই নয় মজার বিষয় হল, অতিথিদেরকে খাবারও সঙ্গে করে নিয়ে আসতে বলেছেন তারা। তাদের বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গোলাঘরে। স্থানীয় মন্ত্রী তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই নবদম্পতিকে বিনামূল্যে বিভিন্ন সুযোগ সুবিধা দিবেন বলে ঘোষণা দিয়েছেন।
আলোচিত এই বিয়েতে জর্জিনার খালা মাত্র তিন টুকরো কেক তৈরি করবেন আর তার বাবা হ্যারি স্যাক্সোফোনে জ্যাজ সঙ্গীত বাজাবেন।
এতো কিছুর পরেও তারা তাদের বিয়ের রেজিস্ট্রেশন খরচ কমাতে পারবেন না। রেজিস্ট্রেশন বাবদ তাদের গুনতে হবে ৭০ ইউরো। কনের জামা ভাড়া করে আনা হয়েছে ১ ইউরো দিয়ে। বিয়েতে আগত অতিথিরা বলেন এটা তাদের জীবনে দেখা অন্যতম সেরা বিয়ের অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন