২৭শে আগষ্ট রাত ১২টার দিকে আকাশের দিকে পাশা- পাশি দুটি চাঁদ দেখা যাবে। তবে অন্যটি আসলে চাঁদ নয় এটি আমাদের সুপরিচিত মঙ্গল গ্রহ।
মহাকাশে কি আমরা একা? এমন প্রশ্ন শত শত বছর ধরে ঘুরে ফিরছে মানুষের মাথায়। কত রকম জল্পনা-কল্পনা, সায়েন্স ফিকশন আর ভুতুড়ে গল্পে মানুষ এই ভূম-লের বাইরে খুঁজে ফিরেছে তার সঙ্গীকে। এরমধ্যে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে ধরে নেয়া হয়ে...ছে মঙ্গল গ্রহকে।
শত শত গবেষণার পর পাওয়া গেল, মঙ্গলের নানা রকম বিচিত্র তথ্য। সেই গ্রহের আকাশ লাল। কারণ মঙ্গলের পৃষ্ঠদেশ লাল। আর তার চাঁদের মতো উপগ্রহ আছে পাঁচটি। কখনো বিজ্ঞানীরা বলছেন, সেখানে পানিও পাওয়া গেছে। প্রাণের সন্ধানও নিশ্চয় মিলবে এবার। আবার হঠাৎ গোমড়া মুখে জানিয়েছেন, কোনো প্রাণীর পক্ষে সেখানে বসবাস করা সম্ভব নয়। কয়েক বছর আগে মঙ্গল গ্রহে পৌঁছায় নাসার নভোযান পাথ-ফাইন্ডার। এরপর রাশিয়া এবং নাসার পক্ষ থেকে আরো নভোযান পাঠানো হয়েছে, ভবিষ্যতে আরো হবে। কিন্তু যদি এমন হয় স্বয়ং মঙ্গল গ্রহ নিজেই ধরা দেয় পৃথিবীর কাছে? হ্যাঁ সে রকমই হতে যাচ্ছে ২৭শে আগষ্ট ।
পৃথিবীর খুব কাছাকাছি আসার ফলে একে চাঁদের মত উজ্জ্বল দেখাবে। বিজ্ঞানীদের মতে এটি পরবর্তিতে ২২৭৮ সালে দেখা যাবে।
মহাকাশে কি আমরা একা? এমন প্রশ্ন শত শত বছর ধরে ঘুরে ফিরছে মানুষের মাথায়। কত রকম জল্পনা-কল্পনা, সায়েন্স ফিকশন আর ভুতুড়ে গল্পে মানুষ এই ভূম-লের বাইরে খুঁজে ফিরেছে তার সঙ্গীকে। এরমধ্যে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে ধরে নেয়া হয়ে...ছে মঙ্গল গ্রহকে।
শত শত গবেষণার পর পাওয়া গেল, মঙ্গলের নানা রকম বিচিত্র তথ্য। সেই গ্রহের আকাশ লাল। কারণ মঙ্গলের পৃষ্ঠদেশ লাল। আর তার চাঁদের মতো উপগ্রহ আছে পাঁচটি। কখনো বিজ্ঞানীরা বলছেন, সেখানে পানিও পাওয়া গেছে। প্রাণের সন্ধানও নিশ্চয় মিলবে এবার। আবার হঠাৎ গোমড়া মুখে জানিয়েছেন, কোনো প্রাণীর পক্ষে সেখানে বসবাস করা সম্ভব নয়। কয়েক বছর আগে মঙ্গল গ্রহে পৌঁছায় নাসার নভোযান পাথ-ফাইন্ডার। এরপর রাশিয়া এবং নাসার পক্ষ থেকে আরো নভোযান পাঠানো হয়েছে, ভবিষ্যতে আরো হবে। কিন্তু যদি এমন হয় স্বয়ং মঙ্গল গ্রহ নিজেই ধরা দেয় পৃথিবীর কাছে? হ্যাঁ সে রকমই হতে যাচ্ছে ২৭শে আগষ্ট ।
পৃথিবীর খুব কাছাকাছি আসার ফলে একে চাঁদের মত উজ্জ্বল দেখাবে। বিজ্ঞানীদের মতে এটি পরবর্তিতে ২২৭৮ সালে দেখা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন