অণ্ডকোষখেকো মাছ

স্টকহোম: মাছ তো কত কিছুই খায়, কিন্তু তাই বলে পুরুষের অণ্ডকোষ! শুধু তাই না, এই অণ্ডকোষখেকো মাছ থেকে সাঁতারুদের সাবধান থাকার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পরামর্শ দিয়েছে আঁটোসাঁটো আর ভারী সুইম স্যুট পড়ার। এই ঘটনা ঘটেছে সুইডেনের দক্ষিণ উপকূলে।

নিরীহ দর্শন এই মাছটির নাম ‘পেকু’। ভয়ংকর পিরানহা মাছের জ্ঞাতি ভাই। সুইডিশ উপকূলীয় অঞ্চলে সম্প্রতি ‘পেকু’ মাছের উপদ্রব বেশ বেড়েছে। তাই সাঁতারুদের অণ্ডকোষ রক্ষায় উপকূলে সাবধান বাণী ঝুলিয়েছে কর্তৃপক্ষ।

কিন্তু পৃথিবীতে এতকিছু থাকতে অণ্ডকোষ কেনো খায় এই ‘পেকু’ মাছ? এমন প্রশ্নের জবাবে মৎস বিশেষজ্ঞ হেনরিক কার্ল জানান, এই মাছের ‘হাঁ’ করা মুখের আকৃতির সঙ্গে অণ্ডকোষের আকৃতি খুব সহজেই মিলে যায়। ওই আকৃতির খাবার বলতে আছে নানান রকমের ফল আর বাদাম। কিন্তু পানির নিচে সেগুলো পাওয়া সুযোগ কোথায়? তাও বা যে জলজ ফল আছে আছে সেগুলোর যোগান খুবই সীমিত।

তাই যখন মুখের সামনে অণ্ডকোষের মতো সহজলভ্য খাবার সাঁতার কেটে বেড়াচ্ছে, তখন সেই সুযোগ আর ছাড়তে রাজি না ‘পেকু’। ২১ সেন্টিমিটার সাইজের মাছটির মুখে রয়েছে মানুষের মতো বড় এক পাটি দাঁত। ক্ষুরধার হওয়ায় সহজেই শরীর থেকে আলাদা করতে পারে অণ্ডকোষ। তাই এই মাছের ডাকনাম ‘বল ইটার ফিস’, অর্থ্যাৎ অণ্ডকোষখেকো মাছ।

কার্ল বলেন, “এমনিতে পেকু অতটা ভয়ঙ্কর মাছ না। কিন্তু খাদ্যভাবের কারণে পুরুষের অণ্ডকোষের দিকে ঝুঁকছে এরা। কিছুদিন আগে পাপুয়া নিউগিনিতে এক সাঁতারুর অণ্ডকোষ খেয়ে ফেলার ঘটনা ঘটেছে।”

অতএব সাঁতারু ভাইয়েরা, পানিতে নামার আগে খুব সাবধান! আটোঁসাটো আর ভারী সুইম স্যুট পড়ে নামুন। নইলে অণ্ডকোষ হারানোর ঝুঁকি কিন্তু আপনার।


সূত্র: টেলিগ্রাফ, মিরর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন