ইরানের আক্রমণাত্মক একটি জঙ্গি বিমানের নাম অযারাখশ

ইরানের আক্রমণাত্মক একটি জঙ্গি বিমানের নাম অযারাখশ (বিমানটি অত্যন্ত গোপনিয় বলে গুগলে সার্চ দিয়ে ছবি পাওয়া যায় না) । এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে চলে । ইরান নানা ধরনের যাত্রীবাহী সামরিক বিমানও তৈরি করছে । ইরান-১৪০ এসবের মধ্যে অন্যতম । প্রশিক্ষণ জঙ্গি বিমান ও হেলিক্প্টারও তৈরি করছে ইসলামী এই দেশ । ইরান মিগ-টুয়েন্টি নাইন জাতীয় বিমানকে আরো উন্নত বিমানে রূপান্তরিত করছে এবং ইরানি বিশেষজ্ঞরা নানা ধরনের বোমারু বিমান মেরামত করছেন ।
গত বছরের আগষ্ট মাসে ইরান ফ'তেহ-১১০ এবং ক্বিয়াম-এক নামের যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল তাতে ঘনীভূত জ্বালানী ব্যবহার করা হয়েছে । ফলে এইসব ক্ষেপণাস্ত্র হয়েছে আরো নিখুঁত, দ্রুত গতি-সম্পন্ন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ।
ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরান উৎপাদন করছে ইলেকট্রনিক ব্যবস্থা-সজ্জিত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও উন্নতমানের রাডার। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের গোলাও বিপুল পরিমাণে উৎপাদন করছে ইরান ।
নানা ধরনের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছেন ইরানি বিশেষজ্ঞরা । ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অত্যন্ত নিখুঁত ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি আয়ত্ত্ব করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান । বিশ্বের অল্প কয়েকটি দেশের কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে । মহাশুন্য ও রাডার প্রযুক্তি যুক্ত হওয়ায় ইরানের এ শিল্প অগ্রগতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছে । উল্লেখ্য, ইরান রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ জঙ্গি বিমানও নির্মাণ করছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন