আজকে
আপনাদের সাপের পা দেখাবো আপনাদের অনেকেই নিশ্চয় কুসংস্কার টি সম্পর্কে
জানেন যে সাপের পা দেখতে পায় সে সাত রাজার ধন পায় সত্যিই কিন্তু একজন
সাপের পা দেখেছিলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাত রাজার ধন পাওয়াতো দুরের
কথা উল্টা সাপ টি কে মারা যেতে হয়!!
ঘটনাঃ Dean Qiongxiu ৬৬ বছর বয়স্ক একজন চীনা মহিলা,তিনি বলেন রাতে ঘুমানোর সময় তিনি একটি সাপ দেখতে পান যেটি তার ঘরের দেয়াল বেয়ে বেয়ে উঠছে... তার বর্ণনায়,'' এক অদ্ভুত ঘর্ষণের আওয়াজ শুনে আমি ঘুম থেকে জেগে উঠি,আমি লাইট জ্বালাই এবং দেখি সাপটি তার একটি পা এর ধারালো নখ ব্যাবহার করে দেয়াল বেয়ে উপরে উঠচে।''
তিনি আরো বলেন তিনি এতোই ভয় পেয়ে গিয়েছিলেন সাপটিকে দেখে যে তিনি একটি লাঠি নেন এবং সাপটিকে মেরে ফেলেন... এরপরে তিনি সাপটিকে এলকোহলের বোতলে সংরক্ষন করেন।
সাপটি ছিলো ১৬ ইঞ্চি লম্বা এবং এর ছোট আঙুল তথা পা টি নিয়ে বর্তমানে গবেষণা চলছে... বিজ্ঞানীরা জানান এটা মিউটেশন এর কারণে হতে পারে। ছবিটি জুম করে তোলা তাই অনেক বড় দেখাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে এতো বড় নয়।
ঘটনাঃ Dean Qiongxiu ৬৬ বছর বয়স্ক একজন চীনা মহিলা,তিনি বলেন রাতে ঘুমানোর সময় তিনি একটি সাপ দেখতে পান যেটি তার ঘরের দেয়াল বেয়ে বেয়ে উঠছে... তার বর্ণনায়,'' এক অদ্ভুত ঘর্ষণের আওয়াজ শুনে আমি ঘুম থেকে জেগে উঠি,আমি লাইট জ্বালাই এবং দেখি সাপটি তার একটি পা এর ধারালো নখ ব্যাবহার করে দেয়াল বেয়ে উপরে উঠচে।''
তিনি আরো বলেন তিনি এতোই ভয় পেয়ে গিয়েছিলেন সাপটিকে দেখে যে তিনি একটি লাঠি নেন এবং সাপটিকে মেরে ফেলেন... এরপরে তিনি সাপটিকে এলকোহলের বোতলে সংরক্ষন করেন।
সাপটি ছিলো ১৬ ইঞ্চি লম্বা এবং এর ছোট আঙুল তথা পা টি নিয়ে বর্তমানে গবেষণা চলছে... বিজ্ঞানীরা জানান এটা মিউটেশন এর কারণে হতে পারে। ছবিটি জুম করে তোলা তাই অনেক বড় দেখাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে এতো বড় নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন