Alkimos

"Alkimos" একটা বিধ্বস্ত গ্রীক বাণিজ্য জাহাজ, যেখানে অনেক রকম ভৌতিক ঘটনা ঘটে । এটি ভূতুড়ে জাহাজ বা জায়গা হিসেবে পরিচিত । জাহাজটি উত্তর পার্থের(অস্ট্রেলিয়া) কাছে ১৯৬৩ সালে বিধ্বস্ত হয়। Alkimos দ্বিতীয় বিশ্ব
যুদ্ধের সময় নির্মিত হয় এবং ১৯৪৩ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করে ।
জাহাজটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকলেও এখানে বহু রকমের ভৌতিক ঘটনা ঘটে থাকে !!

# ইঞ্জিনরুমে মাঝে মাঝে একটি ছোট কুকুরকে দেখা যায় ।

# রাতে জাহাজের সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যায় ।

# রান্নার শব্দ ও গন্ধ পাওয়া যায় ।

# যন্ত্রপাতি অদৃশ্য হাতের দ্বারা স্থানান্তরিত হয় ।

# একটা মানুষের অবয়ব হাজির হতে দেখা যায় ।

# জাহাজটি ৮ বার কেনা বেচা হয়েছে এবং প্রতিবারই ক্রেতা আর্থিক ক্ষতির সন্মুখীন হয়েছেন বা প্রানঘাতী রোগে আক্রান্ত হয়েছেন ।

# জাহাজটির সাহচর্যে আসা অনেকেই দুর্ভাগ্যের শিকার হয়েছেন ।

# Ted Snider নামের আমেরিকার নৌবাহিনীর সাবমেরিনার বিধ্বস্ত জাহাজটি পর্যবেক্ষণের পরে বিমান দুর্ঘটনায় মারা যান ।

# Jack Wong Sue জাহাজটি পর্যবেক্ষণের পরে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি হন অজ্ঞাত শ্বাসজনিত রোগে ।

# জাহাজটির আশেপাশে বহু জাহাজডুবি, ইঞ্জিন অকেজো হয়ে পরা, জাহাজ দুর্ঘটনার কথা শোনা যায় ।

# Alkimos মার্কিন নৌবাহিনীর সৈন্য পরিবহণে কাজে ব্যবহৃত হতো এবং জার্মান বিমান ও সাবমেরিনের হামলার শিকার হয়। জাহাজটিতে এক ব্যাক্তি তার সহকর্মীকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন